করোনা চিকিৎসায় নতুন দিগন্ত।


করোনা চিকিৎসা বহুল আলোচিত নতুন যে কার্যকরী মেডিসিন এর ঘোষণা দিয়েছে WHO এটি শুধু মাত্র Corona_Virus আক্রান্ত অনেক Critical এবং জটিল রোগীর জন্য। তাই এই মেডিসিন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক এর সাজেশন বা প্রেস্ক্রিপশন ছাড়া কেউ গ্রহন করবেন না।

এই মেডিসিন সাধারণ রোগীর জন্য এখনোও শতভাগ পরিক্ষিত নয়। তাই যদি কোন সাধারণ পেশেণ্ট এটি খেয়ে থাকেন, তাহলে নানাবিধ সমস্যা যেমন, হার্ট দুর্বল (Cardiomyopathy), হাড় ক্ষয় হয়ে যাওয়া, এমনকি সেক্সুয়্যাল ইনএবিলিটি দেখা দিতে পারে। তাই এই এই মেডিসিন গ্রহনে সতর্কতা জরুরি।

এই বিশেষজ্ঞ ডাক্তার গন খুব কঠোর ভাবে বলছেন, যেন কেউ এই মেডিসিন নিজে নিজে না কিনেন এবং প্রয়োগ করেন। একটা কথা খুব স্পষ্ট ভাবে জেনে নিন এটা পেরাসিটামল এর মত যত্রতত্র ব্যবহার যোগ্য কোন কোন ঔষধ নয়। স্বাস্থ্যবিধি মেনে চলুন, ভাল থাকুন।

corona virus and human body illustration

যে সমস্ত কোভিড১৯ আক্রান্ত রুগী বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছেন, তারা medicine specialist, Respiratory Medicine specialist, এবং Critical Care medicine specialist এর সাথে সরাসরি অথবা যোগাযোগ করে পরামর্শ নিয়ে ব্যবহার করবেন।

স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখুন।

আরও পড়তে পারেনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.